আসন বণ্টন নিয়ে মহাজোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে: ওবায়দুল কাদের।
আসন বণ্টন নিয়ে মহাজোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাল বা পরশুর মধ্যেই চূড়ান্ত আসন বণ্টনের সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।
সুষ্ঠুভাবে আসন বণ্টন নিয়ে আশা প্রকাশ করেছেন মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারও।
এদিকে, আওয়ামী লীগের ইশতেহারের চূড়ান্ত খসড়া দলের সভাপতির হাতে তুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে ইশতেহার প্রণয়ন উপ-কমিটি।
দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার পরপরই দলীয় সভাপতির সাক্ষাৎকার গ্রহণের মধ্য দিয়ে চূড়ান্ত করা হয় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের তালিকা। তবে মহাজোটের অন্য দলগুলোকে কত আসন দেয়া হবে সে সিদ্ধান্ত না হওয়ায় তালিকা ঘোষণা করতে পারছে না আওয়ামী লীগ।
চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শনিবার সকাল থেকেই বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে তিনি মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টির সঙ্গেও বৈঠকে বসেন। বৈঠক থেকে বেরিয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে।
রুহুল আমিন হাওলাদার বলেন, ‘এখনো চূড়ান্ত হয় নাই। আমরা পেয়েছি এবং আরো পাবো এই আশা নিয়ে চলে গেলাম। দোয়া করবেন।’