বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানো হবে না বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানো হবে না বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানো হবে না বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার(২৮ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন তারা।
আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে আসেন সংস্থাটির রাষ্ট্রদূত রেলজে তেরিংকের নেতৃত্বে ৪ জন। তারা প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।
তারা জানান, বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতি সম্পর্কে জানতে ইইউ'র দু'জন প্রতিনিধি এখন এই দেশ পর্যবেক্ষণ করছেন। সব দলের অংশগ্রহণে যে নির্বাচন হচ্ছে তা অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।