জয়পুরহাটের চারজন যুবক দুই'শ পিস দেশীয় অস্ত্র সহ বগুড়ায় আটক।
নিরেন দাস(CHANNEL 4TV) জয়পুরহাট।
বগুড়ার শিবগঞ্জে দুই'শ পিস দেশীয় অস্ত্র "হাসুয়া ও ছোড়া" সহ চার যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার মোকামতলা টু জয়পুরহাট রোডের আলাদীপুর শেষ সীমান্তে অবস্থিতি আলাদীপুর ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট নয়াপাড়া গ্রামের বাসিন্দা সেকেন্দার মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৫),একই উপজেলার পুনট পশ্চিম পাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে আব্দুল হালিম ওরফে (জনি) (২০), ও পুনট কর্মকার পাড়ার শ্রী নারায়ন চন্দ্রের ছেলে শ্রী অশোক ওরফে (বাবু দত্ত) এবং বগুড়ার শিবগঞ্জের আটমুল ইউনিয়নের ফেনিগ্রাম এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল মমিন। সদর থানা পুলিশ জানায়, বিশেষ এক গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট থেকে মোকামতলা গামী একটি লাইসেন্স বিহীন সিএনজিতে অভিযান চালিয়ে দু'শ পিস হাসুয়া ও ছোরা সহ সেলিম,জনি ও সিএনজি চালক মমিন কে আটক করা হয়।
পরে তাদের সহযোগীকে শিবগঞ্জের কিচক এলাকা থেকে অশোক ওরফে বাবু দত্ত কে আটক করা হয়।
এদিকে উক্ত ঘটনায় সর্বমোট নয় জনের নামে থানায় মামলা দায়ের করেছে পুলিশ
আটক যুবকরা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির লক্ষে এইসব অস্ত্র সংগ্রহ করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন পুলিশ।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার (ওসি) মিজানুর রহমান জানান, আটক যুবকদের কোন রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে এর পেছনে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জয়পুরহাট থানায় জানিয়েছেন।