নারায়ণগঞ্জের ১১’শ মানুষ হামলার শিকার- মাওলানা আব্দুল আউয়াল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
বিশ্ব ইজতেমার প্রস্তুতি মূলক কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী তাবলিগী সাথী ওলামা ও মাদরাসা ছাত্রদের উপর সাদ পন্থী ওয়াসিক ও নাসিম গংদের সন্ত্রাসী হামলা ও হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা তাবলিগী মার্কাজ।
সোমবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা হেফাজত ইসলামের আমির ও ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল তার বক্তৃতায় বলেন, বিভিন্ন মসজিদ ও তাবলিগে হামলা চালায় ওয়াসিদুল ইসলাম ও নাসিম গং, তারা মাওলানা সাদ পন্থী। ইজতেমাকে কেন্দ্র করে সাদ বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর আক্রমন চালায়। সে হামলায় আমাদের ৩ জন ভাই মারা গিয়েছে। আমাদের অনেকের লাশ নিঁখোজ করা হয়েছে। সেখানে সাদ পন্থিরা আমাদের নাম জিজ্ঞাসা করে, যদি ছাত্র বা হুজুর হই তখন আরো বেশী করে মারে। সেখানে নারায়ণগঞ্জের ১১’শ মানুষ রয়েছে যারা হামলার শিকার হয়েছে। খবর পেলাম তিনি ইহুদিদের সাথে হাত মিলিয়েছেন এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছেন।
তিনি আরো বলেন, আজ ফজরের নামাজের সময় আমাদের অনেককেই লাঠি দিয়ে পিটিয়ে চলে যায় তারা। তাবলীগের মূল ধারার সাথে সাদ পন্থিদের সমন্বয় হচ্ছেনা কারন মাওলানা সাদ নিজেকে তাবলীগ জামাতের আমীর বলে ঘোষনা করেছেন। কিন্তু তাকে এ পদবী দেওয়া হয়নি। তাই সরকার, প্রশাসন, নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ করছি, এদের আইনের আওতায় আনার জন্য। না হলে একে কেন্দ্র করে সারা দেশে আগুন জ্বলবে।
সংবাদ সম্মেলন শেষে কয়েক হাজার মুসুল্লি বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়। জেলা প্রশাসকের নিকট তারা ৬ দফা দাবী সম্বলিত একটি স্মারক লিপি প্রদান করে।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা দ্বীন ইসলাম, মাওলান মোঃ আনোয়ার হোসেন, মাওলানা আব্দুল মনসুর, মাওলানা সানাউল্লাহ, মাওলানা আব্দুল কাদীর, মাওলানা কাছির, হাজ্বী আনোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।