আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবাবগঞ্জে নিজের তৈরি করা ইটভাটা গুড়িয়ে দিলেন ভাটামালিক
এম এ সাজেদুল ইসলাম নবাবগঞ্জ (দিনাজপুর)
আইনকে শ্রদ্ধা করে নিজের হাতে তৈরী করা ইটভাটা গুড়িয়ে দিলেন ইট ভাটা মালিক। উপজেলা সদরে রামপুর মৌজায় এম বি ব্রিক্স বিধি অনুযায়ী লাইসেন্স ও সরকারি কর পরিশোধ করে ইট ভাটা প্রতিষ্ঠা করে।এর পর ভাটাটি স্থানান্তর করার জন্য পার্শ্বে ১১০ফিট আরেকটি চিমনি স্থাপন করে ।
ভাটা মালিকের ছেলে সাইফুল ইসলাম জানান পরে যে ভাটাটি চিমনি করা হয়েছে সেটা জিগজাগ ভাটার চিমনি। কিন্তু এ ভাটাটি কাগজপত্র না থাকায় উপজেলা নির্বাহী অফিসার ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজ্রিস্টেট মোঃ মশিউর রহমানের নির্দেশ শতভাগ পূর্ণ করে গত সোমবার বিকেলে ভাটা মালিকের নিজ অর্থায়নে ভাটাটি গুড়িয়ে দেন।
উপজেলার হাওয়া ভাটার মালিক সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ রহিম বাদশা জানান বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান নবাবগঞ্জ উপজেলায় যোগদান করার পর অবৈধভাবে কেউ ইটভাটা নতুন করে স্থাপন করতে পারেনি। ৩টি স্থানে স্থাপনের চেষ্টা করা হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে নির্মিত ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান নতুন করে অবৈধ ইট ভাটা স্থাপন করতে দেওয়া হবে না।