সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান এক মহান দৃষ্টান্ত স্থাপন করলেন।
আল-আমীন,গাংনী
মেহেরপুর জেলার গাংনী উপজেলার রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, দীর্ঘ প্রায় ৩৫বছর কর্মরত ছিলেন। রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত থাকাকালীন সময় অত্যন্ত নিষ্টার সাথে দায়িত্ব পালন করে উন্নত বিদ্যালয়ের শিখরে পৌছে দিয়েছেন।
১৯৮১সালে রাইপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত পদে যোগদান করেন। ওই সময় বিদ্যালয়টি ছিলো ৩টি কক্ষ বিশিষ্ট টিন শেডের একটি ঘর ।পরে প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের দক্ষ পরিচালনা পরিষদের প্রচেষ্টায় বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়।
এর মধ্যে তিল তিল করে সময় ফুরিয়ে আসে প্রধান শিক্ষক আতাউর রহমানের ,নিজ হাতে গড়া সুযোগ্য সাবেক ছাত্র মিজানুর রহমান, বর্তমান রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গতকাল বুধবার সকাল ১১টার সময় দীর্ঘ ৩৫ বছরের সুখ দু:খের সাথী বিদ্যালয় প্র্রাংঙ্গনে উপস্থিত হন।
দীর্ঘ দিন ধরে জমানো বিভিন্ন লেখকের লেখা বিদ্যালয় পরিচালনার বিভিন্ন গাইড ও অত্যন্ত গুরুত্বর্পন ১২৬খানা বই বর্তমান প্রধান শিক্ষকের হাতে তুলে দিয়ে এক দৃষ্টান্ত নজীর স্থাপন করেন,যা ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকার কর্মজীবনে কাজে লাগবে।
সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান ব্যক্তিগত জীবনে ২সস্তানের জনক। বড়, ছেলে উচ্চতর ডিগ্রী লাভ করে ঢাকায় একটি বেসরকারী কোম্পনীতে কর্মরত আছে স্বস্ত্রীক। ছোটটা মেয়ে,মেয়ে ডাক্তার ,স্বামী সহ বর্তমান লন্ডন প্রবাসী । পরিশেষে সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান ,দীর্ঘ দিনের সহকর্মী শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী সহ সবার কাছে দোয়া চেয়ে বিদায় নেন ।