রাজধানীর কাঁচাবাজারে সরবরাহ পর্যাপ্ত থাকায় শীতের সবজির দাম কমতির দিকে।
রাজধানীর কাঁচাবাজারে সরবরাহ পর্যাপ্ত থাকায় শীতের সবজির দাম কমতির দিকে। যদিও দাম আরেকটু কম হওয়া উচিৎ বলে মনে করেন তারা। ইলিশসহ সব মাছই বিক্রি হচ্ছে কিছুটা বাড়তি দামে। তেমন কোনো হেরফের নেই মাংসের বাজারে।
সাপ্তাহিক ছুটির দিনে মালিবাগ কাঁচাবাজারে সকাল সকালই শীতকালীন সবজির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। সরবরাহ পর্যাপ্ত, দাম নিয়েও তেমন একটা অভিযোগ নেই ক্রেতাদের।
বাজারে ইলিশের সরবরাহ চোখে পড়ার মতো হলেও বিক্রেতারা জানালেন, সরবরাহ কমেছে গেল সপ্তাহের তুলনায়; দাম বেড়েছে হালিতে ৪শ' টাকা। অন্যান্য মাছের সরবরাহ কম, তাই দাম তুলনামূলক কিছুটা বেশি। যদিও সরবরাহে কোনো সঙ্কট নেই ক্রেতাদের চোখে।
বাজারে ১২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি; আর সাড়ে ৩শ' টাকায় মিলছে দেশি মুরগি।
রাজধানীর এই বাজারে প্রতিকেজি গরুর মাংস ৪৮০ আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৭২০ টাকায়।