আরেকটি বিজয় এনে' বিজয়ের মাসে দেশকে এগিয়ে দিতে হবে'
কেরানীগঞ্জে ঢাকা-২ আসনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। এই জনসভায় বিজয়ের মাসে আরেকটি বিজয় ছিনিয়ে এনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করেন তিনি। মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা কমপ্লেক্সে এই সভায় যোগ দেন তিনি।
এসময় তিনি বলেন, বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি বিজয় অর্জনের মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও দেশকে আরো এগিয়ে নিতে হবে।
তিনি আরো বলেন, বড় সংগঠনে প্রতিযোগিতা থাকতেই পারে, কিন্তু নীতি আদর্শ, দল ও দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। একটি অপশক্তি নির্বাচন বানচাল ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
কামরুল ইসলাম বলেন, 'নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারা দেয়ার নামে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে। তাদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান। কেউ কিছু করার অপচেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার আহ্বান।'
এই সভাতে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। তিনি ভেদাভেদ ভুলে ঢাকা-২ আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়ন, তেঁতুলঝোড়া ইউনিয়ন ও ভাকুর্তা ইউনিয়ন, কেরানীগঞ্জ উপজেলার কিছু অংশ, কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানার সুন্দরগঞ্জ ইউনিয়ন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ড নিয়ে ঢাকা-২ আসন গঠিত।