বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রাজধানীতে তার গুলশানের বাসা থেকে বুধবার বেলা ১১টার দিকে ডিবি পরিচয়ে আটক করা হয়। ছাত্রদল নেতা শামছুল আলম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুলুকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়েছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে নির্বাচন কমিশনে তার প্রার্থীতা বাতিল হয়। পরে তিনি প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে আবেদন করলে সোমবার তার প্রার্থীতা ফিরিয়ে দিতে নির্দেশ দেয় আদালত। কিন্তু মঙ্গলবার হাইকোর্টের ওই নির্দেশ স্থগিত চেয়ে আবেদন করে নির্বাচন কমিশন। পরে মঙ্গলবার রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার বিচারপতি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি বুধবার আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।