অধিনায়কত্বের চেয়ে দলের সদস্য হিসেবে খেলাটাই গুরুত্বপূর্ণ: মাশারাফি
বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে হাবিবুল বাশার খেলেছিলেন ৬৯টি ম্যাচ। সমানসংখ্যক ম্যাচ খেলা হয়ে গেছে ‘অধিনায়ক মাশরাফিরও। শুক্রবার মাঠে নামলেই বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি গড়ে ফেলবেন ম্যাশ।
তবে অধিনায়কত্বের চেয়ে দলের অংশ হিসেবে খেলতে পারাটাকেই বেশি তাৎপর্যপূর্ণ মনে করেন মাশরাফি। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সিলেটে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘শুরু যখন করেছিলাম তখন কোন আশা নিয়ে শুরু করিনি। আগে যখন কয়েকবার ক্যাপ্টেন্সি পেয়েছি, দুই বার হয়তো, তার আগেও পেয়েছিলাম। দুই চার ম্যাচের মধ্যেই আমি ইনজুরড হয়ে গেছে। টিম থেকে বাইরে চলে গেছি দীর্ঘ সময়ের জন্য।
পরেরবার যখন হলাম তখনও তো আসলে একই ছিল যে, ক্যাপ্টেন্সি আমার জন্য কখনোই ইস্যু ছিল না। আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলা।’২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটে পড়ে স্বপ্নভঙ্গ হয় ম্যাশের।
মাশরাফি বলেন, ‘উইন্ডিজে টেস্ট সিরিজে নেতৃত্ব দিতে গিয়েছিলাম আশা নিয়ে। টেস্ট ক্রিকেট তখন পুরোদমে খেলছি। ২০০৮ সালে লাল বলে আমি ভালো ফর্মেও ছিলাম। কিন্তু ২০১৪ সালে যখন আবার দায়িত্ব পাই তখন নিজেকে নিয়ে এত ভাবিনি; খেলোয়াড় হিসেবেও না, অধিনায়ক হিসেবেও না। চলতে থাকুক, যতদূর যায়… এভাবেই ভেবেছি। এটা করতে করতে প্রায় চার বছর চলে যাচ্ছে। এটা আমার জন্য এবং আমার পরিবারের জন্য গর্বের বিষয় যে বাংলাদেশ টিমে দীর্ঘ সময় অধিনায়কত্ব করেছি।’
‘অধিনায়ক হিসেবে চার বছর কেটেছে। আমার এবং আমার পরিবারের জন্য এটি গর্বের ব্যাপার। বাংলাদেশ দলের হয়ে লম্বা সময় অধিনায়কত্ব করেছি। কাল মাঠে নামলে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার সুযোগ হবে।’
দেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার কীর্তি মাশরাফিকে ভালো অনুভূতি এনে দিচ্ছে। যদিও অধিনায়কের চেয়ে জাতীয় দলের খেলোয়াড় সত্তাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
‘অবশ্যই ভালো অনুভূতি। তবে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ দলে যে ১১ জন বা ১৫ জন আছে তাদের একজন হয়েই থাকা, বাংলাদেশ দলের একজন ক্রিকেটার আমি এটাই বেশি গুরুত্বপূর্ণ।’