বান্দরবান জেলায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার
[চাইথোয়াইমং মারমা রুদ্র জেলা প্রতিনিধি বান্দরবান]
পার্বত্য চট্রগ্রাম বান্দরবান জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার দূগর্ম সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২টি ঝুঁকিপূর্ণসহ মোট ৬টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন ।
মাননীয়, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার ৩০০নং আসনের বাইশারী ইউনিয়নের কাগজীখোলা, ক্যাংগারবিল, আলীক্ষ্যং, করলিয়ামুরা, বাইশারী সদর, আলীমিয়া পাড়াসহ পাহাড়ে দুর্গম এলাকা সমূহের ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করা হয় ।
তিনি এসময় এলাকাবাসীর উদ্দেশ্যে পুলিশ সুপার জানান, সামনে ৩০ইং ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ সহ স্বচ্ছ। বান্দরবানে জেলা-উপজেলা সদরের মতো দুর্গম-পাহাড়ি এলাকাতেও কঠোর নিরাপত্তায় রেখে,সাধারণ মানুষ যেন সুন্দর পরিবেশের ভোট দিতে পারে, সেদিকে নজরে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সদস্যরা কঠোর নজরদায়িত্বে নিয়োজিত থাকবে ও পালন করবেন। সে কেন্দ্রে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করলে যথাযথভাবে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন,বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক হাবিবুল ইসলাম, কাগজীখোলা পুলিশ ফাঁড়ী ইনচার্জ মো. মনিরুল ইসলাম, এসআই মো. বেলাল, এএসআই রুবেল ধর সহ প্রমুখ উপস্থিত ছিলেন।