চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযান চালয়িে ১টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
বন্দর নগরী চট্টগ্রামের সদরঘাট থানাধীন মোগলটুলী, জমির উদ্দিন লেইনস্থ মৃত জেবল হোসেন এর বাড়ির জনৈক জাহাঙ্গীর হোসেন এর বসতঘরে অভিযান পরিচালনা করে ১টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ ।
পলাতক আসামী ঃ মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৫), গত ১৭ ডিসেম্বর ২০.৩০ ঘটিকায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এসএম মোস্তাইন হোসেন, বিপিএম সার্বিক দিকনির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) এএএম হুমায়ুন কবীর এর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ মঈনুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী, পুলিশ পরিদর্শক মোঃ আরিফ হোছাইন, এসআই.মোঃ মিজানুর রহমান, এসআই.মোঃ মোজাম্মেল হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সদরঘাট থানাধীন মোগলটুলী, জমির উদ্দিন লেইনস্থ মৃত জেবল হোসেন এর বাড়ির জনৈক জাহাঙ্গীর হোসেন এর বসতঘরে অভিযান পরিচালনা করে ১টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পলাতক আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন উক্ত অস্ত্র দ্বারা দীর্ঘদিন যাবৎ সদরঘাট থানা ও এর আশপাশ এলাকায় চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বসতঘরে উপস্থিত জাহাঙ্গীর হোসেন এর স্ত্রী জানায় যে, উদ্ধারকৃত অস্ত্র-গুলি তার স্বামী এনেছে। পলাতক আসামীর বিরুদ্ধে সদরঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।