নির্দেশনার ব্যত্যয় হলে ক্ষমা করা হবে না: ইসি কমিশনার
নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী পরিবেশ স্বাভাবিক ও সুষ্ঠু বজায় রাখার জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।
তিনি বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কাজ করা থেকে বিরত থাকুন। আমাদের নির্দেশনা যাতে বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থাকে। এছাড়া সবদল ও সব প্রার্থী যেন সমান সুযোগ পায়। কারো সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না।
বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগীয় সদরে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচনের দায়িত্ব থাকা কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন নির্বাচন কমিশনার কবিতা খানম।
নির্বাচনের দায়িত্ব থাকা কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেননা তারা ৩০ ডিসেম্বরের দিকে তাকিয়ে আছেন। আইনের অবৈধ ব্যবহার থেকে বিরত থাকতে হবে।’ মানুষ যাতে সুষ্ঠু ভোট দিতে পারে সে বিষয়টিও নিশ্চিত করার করার আহ্বান জানান তিনি।
ভোটার এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা বিধানে সবাইকে সচেষ্ট থাকতে বলেন কবিতা খানম। এজন্য তিনি সব বাহিনীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এতকিছুর পরও নির্দেশনার কোনো ব্যত্যয় হলে তা ক্ষমা করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।