দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়াই আ.লীগের লক্ষ্য: শেখ হাসিনা
নভেম্বরে শেষ হওয়া দেশের শিক্ষা ব্যবস্থার খুদে শিক্ষার্থীদের ফল প্রকাশ হয় সোমবার। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে প্রাথমিক সমাপনী পরীক্ষা-পিইসি'র ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এবছর পিইসি ও ইবতেদায়ি পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক পাঁচ নয় শতাংশ। আর জিপিএ ফাইভ পেয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ১৯৩ জন শিক্ষার্থী।
জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডে ফলাফল হস্তান্তর করেন। এবছর জেএসসি ও জেডিসিতে গড় পাসের হার ৮৫ দশমিক আট তিন শতাংশ।
পরে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক তুলে দিয়ে বই উৎসব-২০১৯ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বছরের শুরুতে বিনামূল্য বই পাওয়ায় শিক্ষার প্রতি সবার আগ্রহ বেড়েছে।
শিক্ষা দেশকে উন্নত-সমৃদ্ধ করতে পারে উল্লেখ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার শিক্ষাসহ শিক্ষকদের মর্যাদা নিশ্চিতে কাজ করেছে।
এরপর গণভবনের মাঠে ক্ষুদ্রে শিক্ষার্থীদের সঙ্গে খেলাধুলায় বেশকিছুক্ষণ সময় কাটার সরকার প্রধান। এসময় খোলা মাঠে প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বসিত শিশু-কিশোররা।