নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সামবেশ করেছেন আন্দোলনরত শ্রমিকরা ।
নারায়ণগঞ্জ থেকে সাজু হোসেন
রবিবার বেলা ১২টায় ৭ দফা দাবীতে বিকেএমইএ ও শ্রম অধিদপ্তরে স্মারক লিপি প্রদান করেছে ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স এর শ্রমিকরা।
বিক্ষোভ মিছিল শেষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ জানান, অবন্তী কালার টেক্স এর শ্রমিকরা দীর্ঘদিন যাবৎ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। যখনই তারা তাদের অধিকারের কথা বলেছে তখনই মালিক পক্ষ বিভিন্ন অজুহাতে সাদা কাগজে স্বাক্ষর রেখে তাদেরকে কারখানা থেকে ছাটাই করেছে। এবং মহিলা শ্রমিকদের লাঞ্চিত করা হয় ।
২০১৮ সালের ৬ ডিসেম্বর লিখিত চুক্তি অনুযায়ী শ্রমিকদেরকে ঘোষিত ১২ হাজার টাকা মজুরীর ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি মালিক পক্ষ। বরং যখনই তারা ন্যায্য অধীকারের ব্যাপারে কথা বলেছে তখনই চলেছে অমানুষিক নির্যাতন। নারী শ্রমিকদেরকে গালিগালাজ সহ নানা ধরনের নির্যাতন করেছে। বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শ্রমিকদেরকে নানা ধরনের নির্যাতন সহ হামলা চালিয়েছে।
তারা আরো বলেন, আজকে (৬ ডিসেম্বর) সকালে যখন শ্রমিকরা কারাখানায় না গিয়ে অধীকারের দাবীতে রাজপথে নেমে আসে তখন কারাখানা থেকে বিভিন্ন শ্রমিকদেরকে মোবাইল ফোনে চাকরী থাকবেনা বলে হুমকী দেওয়া হয়। শ্রমিকরা কোন হুমকীকে ভয় পায়না। শ্রমিকরা চায় শুধু ন্যায্য অধিকার। শ্রমিকরা আন্দোলন নয় কাজ করতে আগ্রহী।
এসময় উপস্থিত ছিলেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাবেক সভাপতি দুলাল সাহা, শ্রমিক নেতা ইকবাল হোসেন, তরিকুল সুজন সহ কারখানার কয়েক শতাধীক শ্রমিক।