নিজের অবস্থান পরিবর্তন পলটি মারলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচন পরবর্তী ৩ জানুয়ারি তার বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
তিনি বলেন, ‘আমি বক্তব্যে বলেছি অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিয়েছি। সুষ্ঠু নির্বাচনের সঙ্গে এর কোন সম্পর্ক নেই, নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া একটি প্রাথমিক প্রাপ্তি। আসল কথা হচ্ছে নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে কিনা এবং বিশ্বাসযোগ্য কিনা। নির্বাচন গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক হলেও কোন লাভ নেই।’ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা নিয়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে কোন কথা বলেননি বলে মন্তব্য করেন মাহবুব তালুকদার।