নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহ্রীর চট্টগ্রামের বেসরকারী বিশ্ববিদ্যালয় সমূহের প্রধানকে লিফলেটসহ গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
বন্দর নগরীর কোতয়ালী থানাধীন কবি কাজী নজরুল ইসলাম রোডস্থ কোতয়ালী মোড় জামে মসজিদের দক্ষিন পাশে বাঁশখালী ফার্মেসীর সামনে অভিযান পরিচালনা করিয়া নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর চট্টগ্রামের বেসরকারী বিশ্ববিদ্যালয় সমূহের প্রধানকে লিফলেটসহ গ্র্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম বিভাগ গ্রেফতারকৃত আসামীর নাম ১। সাবকাত আহম্মেদ (২০)
জব্দকৃত আলামত ১) বিশটি “হে মুসলিমগন! নিষ্ঠাবান সামরিক অফিসারদের নিকট দাবি জানান যাতে যালিম হাসিনাকে ক্ষমতা থেকে অপসারন করে খিলাফতে রাশিদাহ্ পুন:প্রতিষ্ঠায় হিযবুত তাহরীর এর নিকট ক্ষমতা হস্তান্তর (নুসরাহ প্রদান) করে” লেখা সহ বিভিন্ন লেখা সম্বলিত লিফলেট, ২) পঁচিশটি “আওয়ামী-বিএনপি-জাতীয় ঐক্যফ্রন্ট...কাফির সা¤্রাজ্যবাদীদের এই দালাল শাসকগোষ্ঠিকে প্রত্যাখ্যান করুন” লেখা সহ বিভিন্ন লেখা সম্বলিত লিফলেট, ৩) ঊনত্রিশটি “হিযবুত তাহ্রীর-এর নেতৃত্বে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠাই মুক্তির একমাত্র পথ” লেখা সহ বিভিন্ন লেখা সম্বলিত লিফলেট, ৪) বাইশটি “বৈষম্যমুলক কোটাব্যবস্থার বাস্তবায়নকারী গনতান্ত্রিক শাসনব্যবস্থা অপসারণের দাবী তুলুন” লেখা সহ বিভিন্ন লেখা সম্বলিত লিফলেট, ৫) বারটি “খিলাফতে রাশিদাহ্ পুন:প্রতিষ্ঠায় হিযবুত তাহরীর-কে নুসরাহ্ প্রদানে নিষ্ঠাবান সামরিক অফিসারদের নিকট জোর দাবী তুলুন” লেখা সহ বিভিন্ন লেখা সম্বলিত লিফলেট, ৬) আটটি “খিলাফত ব্যবস্থা কি মাত্র ত্রিশ বছর টিকে ছিল?” লেখা সহ বিভিন্ন লেখা সম্বলিত তিন পাতার লেকচারশীট, ৭) ২০(বিশ)টি খাকি খাম, ৮) একটি টহরাবৎংরঃু ড়ভ পৎবধঃরাব ঃবপযহড়ষড়মু পযরঃঃধমড়হম এর আইডি কার্ড, যাতে তার নাম ঝধনয়ধঃ অযসবফ, ছবি ও বিভিন্ন বর্ননা আছে, ৯) একটি ছাই রংয়ের ব্যাকপ্যাক, ১০) একটি সর মোবাইল ফোন যার ওগঊও- ৮৬৪৭৪৪০৩১৫১৭৬৪০/৮৬৪৭৪৪০৩১৫১৭৬৫৭ ও যাতে ব্যবহৃত সিম নং-০১৭০৪৫৬১৪৩১, ১১) একটি ঘড়শরধ মোবাইল ফোন যার ওগঊও- ৩৫৬০০৪০৮৪৭১৮৫৮৬/৩৫৬০০৪০৮৪৭১৮৫৯৪ ও যাতে ব্যবহৃত সিম নং-০১৬২৬৬২৯৩১০
গত ৬ই জানুয়ারী ২০:৩০ ঘটিকার সময় চট্টগ্রাম কাউন্টার টেরোরিজম বিভাগের উপ-পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন কবি কাজী নজরুল ইসলাম রোডস্থ কোতয়ালী মোড় জামে মসজিদের দক্ষিন পার্শ্বে বাঁশখালী ফার্মেসীর সামনে অভিযান পরিচালনা করিয়া নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর বিপুল পরিমান লিফলেটসহ ১ আসামীকে গ্রেফতার করে।
আসামীকে জিজ্ঞাসাবাদে সে নিজেকে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহ্রীর চট্টগ্রামের বেসরকারী বিশ্ববিদ্যালয় সমূহের প্রধান হিসেবে পরিচয় দেয় এবং চট্টগ্রাম শহরে বিভিন্ন সময়ে কোর্ট বিল্ডিং, নিউ মার্কেট, লালখান বাজার এলাকায় সে নিজে উপস্থিত থাকিয়া তার দলের অন্যান্য সদস্যদের সাথে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর এর সরকার ও রাষ্ট্র বিরোধী বক্তব্য সম্বলিত পোষ্টার সমূহ লাগায়। নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর এর মাধ্যমে প্রতিষ্ঠিত গনতান্ত্রিক সরকারকে উৎখাত করে শরীয়াহ ও খেলাফত ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। বর্ণিত আসামীসহ পলাতক আসামীগন পরস্পর যোগসাজশে বাংলাদেশ ও জনসাধারণের নিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ভুক্ত হয়ে সংগঠনের পক্ষে সর্মথন আদায়ের চেষ্টা ইত্যাদির মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ডে প্ররোচিত ও লিপ্ত হওয়ায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯(সংশোধনী-২০১৩) এর ৮/৯/১০ ধারায় কোতোয়ালী থানার মামলা নং-২০, তারিখ-০৭/০১/২০১৯ রুজু করা হয়।