রোলার গাড়িতে চাপা পড়ে মাগুরায় শ্রমিক নিহত!
মহসিন মোল্যা,মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের চলমান ৪ লেন রাস্তার নির্মান কাজে নিয়োজিত ইনতাজ আলী (৫০) নামে কর্মরত অবস্থায় এক শ্রমিক রোলার গাড়িতে চাপা পড়ে নিহত হয়েছে।
গতকাল ৮ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫ টায় এ দুর্ঘটনা ঘটে।পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হলে সন্ধ্যা ৬ টায় চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।নিহত ইনতাজ আলী রাজশাহী জেলার পবা এলাকার মৃত সাদেক আলীর পুত্র।
এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা জনাব উবায়দুল্লাহ বলেন,বুধবার বিকাল ৫ টার সময় পারনান্দুয়ালী মাগুরা ফিলিং পাম্প এর সামনে অন্যান্য শ্রমিকের সাথেই ৪ লেন রাস্তার কাজ করছিলেন ইনতাজ আলী।তিনি রোলার মেশিনে সহকারীর কাজ করতেন।
কর্মরত অবস্থায় হঠাৎ রোলারের সামনে পড়ে যান তিনি।রোলার গাড়ির একটি চাকা তার শরীরের উপরে দিয়ে উঠে গেলে এ ঘটনা ঘটে।চিকিৎসাধীন অবস্হার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবার কে খবর জানানো হয়েছে এবং মরদেহ যত দ্রুত সম্ভব তার গ্রামের বাড়ি নিয়ে যেতে চাই।
মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরিক্ষিত পাল বলেন,সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় এক শ্রমিককে হাসপাতালে নিয়ে এলে মুমুর্ষ রোগীর প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার জন্য পরামর্শ দেয়া হয়।কিন্তু এর কিছু সময় পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্য হয়।
মরদেহের সাথে হাসপাতালে আসা সহকর্মীরা বলেন,মাগুরা শহর সংলগ্ন মহাসড়কের চলমান দীর্ঘ ৮ কিলোমিটার লম্বা ৪ লেন রাস্তার কাজে নিয়জিত ঠিকাদারি প্রতিষ্ঠান রাজশাহীর মেসার্স এ,এস, কনষ্ট্রাকশানের অধিনে তারা ৫০ জনের বেশি শ্রমিক এ নির্মান কাজে প্রায় ১ বছর হল এখানে কর্মরত রয়েছেন।তাদের সকলের বাড়ি রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়।