মিরপুরের উইকেট নিয়ে শোয়েব মালিকের সমালোচনা
মিরপুরের উইকেট নিয়ে এবার সমালোচনা করলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। তার মতে সব দলের ব্যাটসম্যানদেরই লড়তে হচ্ছে মিরপুরের উইকেটে। বিপিএলকে আরও আকর্ষণীয় করতে পিচের মান বাড়ানোর পরামর্শ দিয়েছেন শোয়েব। বাংলাদেশ ক্রিকেটের প্রশংসা করে তিনি বলেন, তরুণরা অভিজ্ঞতা পেলে আরও শক্তিশালী হয়ে উঠবে।
এদিন অনুশীলনে শুধুই কুমিল্লা। ১ জয়ের সঙ্গে ১ হারও সঙ্গী হয়েছে ভিক্টোরিয়ান্সের। তাই নিজেদের আরো ঝালিয়ে নেয়ার তাগিদে স্মিথ বাহিনীর। খেলা যাই হোক উইকেটের আলোচনা ঘুরেফিরে আসছে বারবার। মিরপুরে কেন খাবি খাচ্ছে ব্যাটসম্যানরা? প্রশ্নটা লুফে নিলেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। উত্তরটা দিলেন কৌশলে।
এবার ব্যক্তিগত আলোচনায় আসা যাক। শোয়েব মালিক ছুটে চলেছেন দুরন্ত গতিতে। ৩৬ বছর বয়সেও ফিটনেসে নেই ঘাটতি। পাকিস্তানের নির্ভরতার প্রতীক। আসন্ন বিশ্বকাপ আর ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের জার্সিতে রাঙ্গিয়ে তুলতে চান নিজেকে। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার রহস্য কি?