'বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড' নাম বদলে 'বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড' করা হচ্ছে।
আগামী ৬ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডের সদস্যদের সঙ্গে আরেকটি বৈঠকে এ আইন নিয়ে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ।
দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র কর্মীদের দাবি ছিল সেন্সরবোর্ডের আইন পরিবর্তন করার। তাদের এ দাবিকে আমলে নিয়ে ২০১৮ সালের শুরুতে তৎকালীন তখনকার হাসানুল হক ইনু উদ্যোগ নিয়ে আইনটির খসড়া করেন।
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন-এর খসড়া কয়েক দফায় তথ্যমন্ত্রণালয়ে পর্যালোচনা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডের সদস্যদের সঙ্গে আরেকটি বৈঠকে এই আইন নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।
‘বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড’ এতদিন ধরে ১৯৬৩ সালের ‘চলচ্চিত্র সেন্সরশিপ আইন’ ও ১৯৭৭ সালের ‘চলচ্চিত্র সেন্সরশিপ বিধি’ অনুসারে পরিচালিত হয়ে আসছে।
নতুন আইন পাশ হলে সেন্সর বোর্ডের নামের পাশাপাশি বেশ কিছু বিধিমালায়ও পরিবর্তন আসতে পারে।