বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমিয়ে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ
বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমিয়ে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক—তবে বাড়ানো হয়েছে সরকারি খাতের ঋণ প্রবাহ।
বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে এ মুদ্রানীতি ঘোষণা করা হয়।
এ মুদ্রানীতি ভোক্তা মূল্যস্ফীতি ও বাজারে তারল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে, মোট দেশজ উৎপাদন-জিডিপির প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন গভর্নর ফজলে কবির।
তবে এবারের মুদ্রানীতিতে আর্থিক খাতের সুশাসন এবং খেলাপি ঋণ নিয়ে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই।
আগামী জুন মাস পর্যন্ত দেশে মূল্যস্ফীতি ও বাজারে তারল্য নিয়ন্ত্রণ এবং জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছিল ১৬. ৮%। কিন্তু অর্জিত হয়েছে ১৩.৩ শতাংশ।
সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৮.৬ শতাংশ। কিন্তু হয়েছে তার প্রায় দ্বিগুণ, ১৩.৩ শতাংশ। এসব বিবেচনায় বেসরকারি খাতে কমিয়ে সাড়ে ১৬ আর সরকারি খাতে ঋণের প্রবাহ বাড়িয়ে ১০.৯ শতাংশ করা হয়েছে মুদ্রানীতিতে।
গভর্নর জানান, এই মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে তা এমনভাবে করা হয়েছে, যাতে জিডিপির প্রবৃদ্ধিতেও এটি সহয়ক ভূমিকা পালন করে।
আগামীতে বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়ার কারণে রিজার্ভের ওপর চাপ পড়তে পারে বলেও সতর্ক করে দেয়া হয়েছে মুদ্রানীতিতে।
তবে আর্থিক খাতে সুশাসন ও খেলাপি ঋণ নিয়ে গভর্নর তার বক্তব্যে কোনো কিছু উল্লেখ করেননি।