ফতুল্লার নন্দলাল পুরে এশিয়ান ক্যামিকেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুর এলাকার এশিয়ান ক্যামিকেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন জানান। আগুন নিয়ন্ত্রণে আনতে ফতুল্লা, হাজীগঞ্জ, মন্ডলপাড়া সহ ঢাকার ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে।
কোম্পানির সুপার ভাইজার শাহজাহান মিয়া জানান, আরএম লেভেল নামক প্রতিষ্ঠানে গোডাউন ভাড়া নিয়ে কোম্পানির বিদেশ থেকে আমদানিকৃত মবিলসহ বিভিন্ন ক্যামিকেল ওই গোডাউনে মজুদ করে বাজারজাত করা হয়। বেলা ১১টার দিকে গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গোডাউনের পশ্চিম পাশে সুমা স্টিল এন্ড রি-রোলিং মিলের আগুনের ফুলকি থেকে আগুনের সূত্রপাত ঘটে। গোডাউনে ক্যামিকেল থাকায় দ্রুত আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।
ঢাকা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন মাহমুদ জানান, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট অগ্নিকান্ডের পর ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না। তদন্ত করে এ বিষয়ে জানা যাবে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, হঠাৎ করে ধোয়া উড়তে দেখে তারা এবং কয়েক মিনিটের মধ্যেই ভয়াবহ আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তাপ এতই বেশি যে ছিল কাছে যাওয়া যায়নি।
মন্ডলপাড়া, হাজ্বীগঞ্জ, ফতুল্লা,সহ ঢাকার ৯টি ইউনিট একত্রে কাজ করে প্রায় ৫ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও বলা যাচ্ছে না। কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে ঢাকা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন মাহমুদ জানান।