দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল বিরোধী অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (০৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, খাদ্যে ভেজাল এক ধরনের দুর্নীতি। দেশে ২১ লাখ মেট্রিক টন খাদ্য মজুতের সক্ষমতার কথাও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'খাদ্যে ভেজাল দেওয়া, এটা আমাদের দেশের কিছু কিছু শ্রেণির মানুষের বোধহয় চরিত্রগত বদঅভ্যাস। এটা বন্ধ করতে হবে। কারণ এই ভেজাল খাদ্য খেয়ে মানুষের উপকার হবে না বরং অপকারই হবে।'
প্রধানমন্ত্রী আরো বলেন, 'যে ভেজাল বিরোধী অভিযান চলছে এটা আরো জোরালোভাবে চলবে। আর এর জন্য আমরা আলাদা একটা কর্তৃপক্ষই করে দিয়েছি। হাটে ঘাটে মাঠেও যেন ভেজাল বিরোধী অভিযানটা অব্যাহত থাকে।'