চিলমারীতে ‘যৌন হয়রানিকারী’ শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল
মমিনুল ইসলাম বাবু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ‘যৌন হয়রানিকারী’ শিক্ষক জিয়াউর রহমান জিয়ার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে পরিষদ মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় ‘যৌন হয়রানিকারী’ শিক্ষক জিয়াউর রহমান জিয়ার শাস্তির দাবি চেয়ে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির নেতা রুকুনুজামান শাহিন, ছাত্রলীগের চিলমারী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ সিদ্দিক শুভ, মো. নয়া মিয়া প্রমূখ।
প্রসঙ্গগত, শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী একই বিদ্যালয়ের বিএসসি শিক্ষক জিয়াউর রহমান জিয়ার কাছে প্রাইভেট পড়তে গেলে শ্লীলতাহানির শিকার হয়। পরে ওই ছাত্রী ফিরে গিয়ে তার পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। এ ঘটনা জানাজানি হলে উত্তেজিত জনতা ওইদিন বিকেল ৩টার দিকে অভিযুক্ত শিক্ষক জিয়াউর রহমান জিয়ার বাড়ীতে হামলা চালিয়ে তাকে আটক করে মারধর করে। পরে ওই ছাত্রী বিষয়টি লিখিত আকারে উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। পরে লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমানিত হওয়ায় অভিযুক্ত শিক্ষককে পুলিশে সোপর্দ করা হয়।