সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করতে ৫৮ প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে জাতীয় পার্টি।
মঙ্গলবার (৫ জানুয়ারি) রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে কো-চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে আট সদস্যের বোর্ড চূড়ান্ত বাছাই প্রক্রিয়ায় প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ শুরু করেন। প্রথম দিন ২৮ জনের সাক্ষাৎকার নেয়া হবে।
এবার মনোনয়ন চূড়ান্ত করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, মেধা, রাজনৈতিক অবস্থান ও দলের প্রতি আনুগত্যসহ বিভিন্ন বিষয়ের ওপর জোর দেয়া হচ্ছে। জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা জানান, দলের পক্ষে সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন এমন প্রার্থীদেরই নির্বাচন করবে জাতীয় পার্টি।
এছাড়া বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখাই এবার দলটির উদ্দেশ্য বলেও জানান তিনি।
মশিউর রহমান রাঙ্গা বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিবার এবং দলের জন্য কতটুকু ভূমিকা রাখতে পারবেন তা বিবেচনা করে এবার সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে প্রার্থীদের নির্বাচিত করা হবে।