কুষ্টিয়ায় চোরাইকৃত ট্রাক সহ আটক ৪ জন
সেলিম রেজা কুষ্টিয়া প্রতিনিধি:
সারাদেশে ট্রাক চোর সিন্ডিকেটের মূলহোতা মনির চোরের চার সহযোগীকে চোরাই ট্রাকসহ আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, গত মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে বটল উত্তরপাড়া শহিদুল ইসলাম এর মোটর গ্যারেজের সামনে কুষ্টিয়া পোড়াদহ সড়কের পাশে কতিপয় ব্যক্তি একটি চোরাই ট্রাক ক্রয় বিক্রয় করছে।
এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ অভিযান চালায় সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের ৬ জন পালানোর চেষ্টা করে। এ সময় মিল্টন হসেন, জাকিরুল ইসলাম, মাসুদ রানা ও ইউসুফ আলীকে আটক করে পুলিশ । পরে আটককৃতরা পুলিশকে জানায় পালিয়ে যাওয়া দুইজন হল সারাদেশের ট্রাক চোর চক্রের মূল হোতা মনির হোসেন ও শহীদ।
আটককৃত চোর চক্রের সদস্য মিল্টন হোসেন (৩৮) কুষ্টিয়া জুগিয়া মন্ডল পাড়া এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে, জাকিরুল ইসলাম ওরফে আজলু (৫০) হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ গ্রামের মৃত দবির উদ্দিন বেপারীর ছেলে, মাসুদ রানা (৪২) বারখাদা বিএলটিসি পাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে ও ইউসুফ আলী (৪২) বারখাদা মাস্টার পাড়া এলাকার মৃত আহসান আলীর ছেলে।
উল্লেখ্য, গত বছর গত ৬ জুন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে একটি ট্রাক চুরির তদন্ত করতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশ রাজবাড়ী জেলার আহাদকে আটক করে। পরে তার তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে সুজন ও আরিফকে আটকের পর পুলিশ সারাদেশে ট্রাক চুরির মূলহোতা মনিরকে শনাক্ত করে।
মনিরের বাড়ি কুষ্টিয়ার সদর উপজেলার আদর্শপাড়ায়।
গত ৪ জুলাই চট্টগ্রাম সমুদ্র সৈকত থেকে মনিরকে গ্রেফতার করে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। তাকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে, সারাদেশ থেকে ট্রাক চুরির পর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ট্রাকের নম্বর পরিবর্তন করে জাল কাগজপত্র তৈরি করা হয়। একটি সিন্ডিকেটের মাধ্যমে পরে তা বিক্রি করে দেওয়া হয় বিভিন্নস্থানে।
সংবাদ সম্মেলনে এসপি মোহাম্মদ শহিদুল্লাহ জানান, গ্রেফতার মনিরকে জিজ্ঞাসাবাদে সারাদেশ থেকে প্রায় ৮০টির মতো ট্রাক চুরির তথ্য পেয়েছে পুলিশ। বর্তমানে এসব ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে।পরে পুলিশ মনিরকে আদালতে সোপর্দ করে । কুখ্যাত চোর মনির কিছুদিন পরেই ছাড়া আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে পুলিশের চোখ ফাকি দিয়ে আবারও তার পূর্বের চুরি পেশায় নামেছে । তবে তার চার সদস্য আটক হলেও এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়েছে ওই কুখ্যাত চোর মনির। তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।