নবনির্মিত শেখ রাসেল পার্কে দোকান বসানোকে কেন্দ্র করে মেয়র আইভীর সৎ মামা আনোয়ার বাহিনীকে ধাওয়া দিয়েছে দেওভোগ এলাকাবাসি। সকালে পার্কে ভিতরে বাম পার্শ্বে দোকান নির্মাণের সরঞ্জাম নিয়ে এসে দোকান নির্মাণকালে এলাকাবাসী মুরব্বী ও যুবকরা বাঁধা দেয়। এতে করে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হলে আনোয়ার বাহিনীর লোকজন পালিয়ে যায়। এলাকাবাসী জানান, নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর উদ্যোগে শেখ রাসেল পার্কের কাজ এখনো চলমান। কিন্তু তার মামা নামক আনোয়ার স্যার আগে এবং এখনো এককালীন মোটা অংকের অগ্রিম ও ভাড়া নিয়ে দোকান বসায়। এতে দেওভোগ সহ আশপাশের এলাকার জনসাধারণের চলাচলে ভিঘ্ন ঘটে। পার্কের চারিদিক ঘিরে দোকান হওয়ায় পার্ক ঢেকে যায়। মেয়র আইভী ও তার ভাইয়ের নাম ভাঙ্গিয়ে আনোয়ার গং মোটা টাকা হাতিয়ে নেয়। যারা ভালো খাবার খেতে হিমশিম খেত তার ছেলের বিয়েতে খাসি মাংসের বিল দেয় ৩ লক্ষ টাকার অধিক। এলাকাবাসী আরো জানায়, আনোয়ারের আত্মীয়-স্বজনরা আলী আহম্মাদ চুনকা পাঠাগারের সামনে মেলার নামে বছরের অধিক সময় মেলা চালিয়ে যাচ্ছে। এখানে দেওভোগের যুবকদের নামে তারা টাকা হাতিয়ে নিচ্ছে। এলাকাবাসী কোন দোকান চায় না, তারা একটি পার্ক চায়। যেখানে সবাই মন খুলে সময় কাটাতে পারবে। অপরদিকে চুনকা পাঠাগারের সামনে মেলা বন্ধ করারও আহবান জানায় এলাকাবাসী। নইলে ৪৮ ঘন্টা পর এলাকাবাসী এই মেলা বন্ধ করে দিতে বাধ্য হবে।