ড. শহীদুল্লাহ পদক পাচ্ছেন পাটগ্রামের নারী নেত্রী সাজেদা
লালমনিরহাট প্রতিনিধি
নারী উন্নয়নে ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য ভাষা সৈনিক ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি সম্মাননা পদক পাচ্ছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২৩ ফেব্রুয়ারী ঢাকা প্রফেসর আখতার ইমাম হলরুমে তাকে এ সম্মাননা প্রদান করবেন স্বাধীনতা সংসদ নামক একটি সংগঠন। নারী নেত্রী সাজেদা আক্তার বর্তমান পাটগ্রাম উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রীর দায়িত্বে আছেন।
নারী নেত্রী সাজেদা আক্তার ১৯৬৩ সালের ১০ আক্টোবর পাটগ্রাম উপজেলার ঘোনাবাড়ী এলাকায় এক মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার বাবা ছিলেন ওই এলাকার একজন আদর্শ কৃষক। পাটগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা অবস্থায় ১৯৭৮ সালে সাজেদা আক্তার সাথে পার্শ্ববর্তী এলাকার পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা আফির উদিনের সাথে বিয়ে হয়।
বিয়ের পর পরেই তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। ফলে জড়িয়ে পড়েন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে সাজেদা আক্তার। ১৯৯১ সালে পাটগ্রাম উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকার দায়িত্ব পান।
২০০৬ সাল থেকেই এখন পর্যন্ত ওই সংগঠনের সভানেত্রীর দায়িত্বে আছেন। ২০০৮ সালে পাটগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে পাটগ্রামের উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখেন। সাজেদা আক্তার সংসার গন্ডি পেরিয়ে রাজনীতিতের সাথে জড়িত থাকার কারণে প্রতি মুহুত্বে মানুষের সাথে মেশার চেষ্টা করেছেন।
রাজনৈতিক ও সমাজ উন্নয়ন মূলক কর্মকান্ড গুলোতে তার ভুমিকা ছিলে উল্লেখ করার মত। একজন নারী হিসেবে অল্প বয়সে বিয়ে হওয়ায় এর ক্ষতিকর দিক গুলো সংসার জীবনে বুঝতে পাওয়ায় প্রতি মুহুত্বে বাল্য বিয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করছেন তিনি।
এ ছাড়া নারী নিযার্তন রোধে তার উপস্থিত ছিলো ব্যাপক। ফলে পাটগ্রামে আম জনতার কাছে সাজেদা আক্তার একজন সাহসী নারী হিসেবে পরিচিত হয়ে উঠেন।