ভিসা আইন লঙ্ঘন করায় বাংলাদেশি চিত্রনায়ক ফেরদৌসকে ভারতে গ্রেফতারের দাবি ।
ভিসা আইন লঙ্ঘন করায় বাংলাদেশি চিত্রনায়ক ফেরদৌসকে ভারতে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। দেশটিতে চলমান নির্বাচনে কংগ্রেসের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়ে এ দাবি জানিয়েছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ফেরদৌস বর্তমানে ভারতে অবস্থান করছেন।
ভারতের সরকারি সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবরে বলা হয়েছে, দেশটির নির্বাচনী আইনে কোনো বিদেশির নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার সুযোগ নেই। কিন্তু বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস সেই আইন লঙ্ঘন করেছেন। একই সঙ্গে তিনি ভিসা আইনও লঙ্ঘন করেছেন।
এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রিজিওনাল ফরেইনার্স রেজিস্ট্রেশন অফিসের কাছে এ বিষয়ে ব্যাখ্যাসহ প্রতিবেদন চেয়েছে।
পশ্চিমবঙ্গের বিজেপি নেতা জেপি মজুমদার নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে বলেছেন, ‘ভারতে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো বিদেশি অংশ নিতে পারেন না। কিন্তু তৃণমূল কংগ্রেস একজন বাংলাদেশিকে ব্যবহার করে নির্বাচনী বিধি ভঙ্গ করেছে। এছাড়া ভিসা-সংক্রান্ত আইন না মানায় তাকে (ফেরদৌস) গ্রেফতার করা উচিত।’