তাড়াইলে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত
মুকুট দাস মধু,তাড়াইল (কিশোরগঞ্জ):
''স্বাস্থ্য সেবা অধিকার,শেখ হাসিনার অঙ্গীকার''এই প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ পালিত হচ্ছে ।
জানা যায়,সারা দেশের ন্যায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ও জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সর পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ ওমর খসরু'র নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়।
এরপর সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সভাকক্ষে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদারের সঞ্চালনায় স্বাস্থ্য সচেতনতা,পুষ্টি ও খাদ্য বিষয়ক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোশাররেফ হোসাইন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি,আবাসিক মেডিকেল অফিসার ডা.বদরুল হাসান,জুনিয়র কনসালটেন্ট(শিশু) ডা.সাখাওয়াত হোসেন,ডা.ফিরোজ মিয়া,ডা.জিনাত রায়হানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রমুখ।
উল্লেখ,গত ১৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সারাদেশে একযোগে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন।এর পর পরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সভাকক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভূঁইয়া মোতাহার স্থানীয়ভাবে সেবা সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।১৬ এপ্রিল থেকে শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত ।