শপথ নেয়া জাহিদুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র ।
শপথ নেয়া জাহিদুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন-শপথ নেয়া জাহিদুর রহমানের বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, নেতাদের হুঁশিয়ারি আর দলের সিদ্ধান্ত অমান্য করে অবশেষে হঠাৎ করেই বৃহস্পতিবার বেলা ১২টায় শপথ নেন ঠাকুরগাঁও-৩ থেকে বিএনপির বিজয়ী সদস্য মো. জাহিদুর রহমান।
সংসদে যাওয়ার কারণ তুলে ধরে বিএনপির এ নেতা বলেন- সংসদে গিয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানানোই তার প্রথম অঙ্গীকার।
দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করেই অবশেষে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ থেকে বিএনপির নির্বাচিত সদস্য মো. জাহিদুর রহমান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে নিজ দপ্তরে তাকে শপথ বাক্য পাঠ করান।
নির্বাচনে বিজয়ী বিএনপির সদস্যরা সংসদে যাচ্ছেন— বেশ কয়েকদিন ধরেই গণমাধ্যমের এমন খবরে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করে আসছেন দলের শীর্ষ নেতারা। উল্টো নির্বাচিতদের শপথ না নেয়ার ব্যাপারে দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত বলেও জানান নেতারা।