যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় ২ জন নিহত আহত ৪ ।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হন আরো ৪ জন। মঙ্গলবার বিকাল ৫ টা ৪৫ মিনিটে একজন বন্দুকধারী এই হামলা চালায়।
স্থানীয় মেকলেনবার্গ ইমারজেন্সি মেডিকেল সার্ভিস হতাহতের তথ্য নিশ্চিত করেছে। আহত ৪ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে। এই ঘটনায় ওই বন্দুকধারীকে আটক করেছে পুলিশ।
গোলাগুলির পর থেকে বিশ্ববিদ্যালয় জুড়ে জোর তল্লাশী শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আইন শৃঙ্খলা বাহিনীকে সব প্রকার সহযোগিতার নির্দেশ দিয়েছে।
এদিকে ঘটনার সময় নর্থ ক্যারোলিনার 'অফিস অফ ইমারজেন্সি' থেকে টুইটে বলা হয়- রান, হাইড, ফাইট, সিকিওর ইওরসেলফ ইমিডিয়েটলি (দৌড়াও, লুকাও, প্রতিরোধ করো, নিজেদের নিরাপদ স্থানে নাও)
জর্ডান পিয়ার্স নামের এক ছাত্রের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় অস্ত্রসজ্জিত পুলিশের দল বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকছে এবং ছাত্রছাত্রীরা দ্রুত বের হয়ে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনুযায়ী আসন্ন বৃহস্পতিবার পরীক্ষা শুরুর আগে মঙ্গলবারই ক্লাস চলার শেষ দিন ছিল।
এদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ধ্যা ৬ টায় 'ওয়াকা ফ্লকা ফ্লেইম' নামের কনসার্ট হবার কথা ছিল।
পুলিশ জায়গাটির নিয়ন্ত্রণ নিয়েছে। সেখানে এখন একটি মিডিয়া স্টেজ বানানোর প্রক্রিয়া চলছে। নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী রয়েছেন।
সূত্র: সিএনএন, এনবিসিনিউজ, দ্য গার্ডিয়ান