ঘূর্ণিঝড় ফণীর কারণে বঙ্গমাতার দু’দলই চ্যাম্পিয়ন
ঘূর্ণিঝড় ফণীর কারণে বাতিল হয়েছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক নারী গোল্ডকাপের ফাইনাল ম্যাচ। ফলে বাংলাদেশ ও লাওসকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে পুরো দেশেই বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বইছে। যার প্রভাব থেকে বাদ যায় নি রাজধানী ঢাকা। আজ সন্ধ্যা ৬টায় প্রথমবারের মতো আয়োজিত বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ নারী গোল্ডকাপের টুর্নামেন্টের ফাইনালে লাওসের মুখোমুখি হবার কথা ছিল ফেভারিট বাংলাদেশের।
তবে বৈরী আবহাওয়ার কারণে কোনো ঝুঁকি নেয় নি বাফুফে। পরে লোকাল অর্গানাইজিং ও টুর্নামেন্ট কমিটির সর্বসম্মতিক্রমে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ফাইনাল বাতিল করে যৌথভাবে দু’দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।