রাজশাহী বোর্ডে টানা ২ দ্বি-বারেও শীর্ষে জয়পুরহাট জেলা।
নিরেন দাস(চ্যানেল ফোর) জয়পুরহাট, রিপোর্টার।
দেশসেরা বৃহত্তর রাজশাহী শিক্ষা বোর্ড এ শিক্ষা বোর্ডে দ্বিতীয়বারের মতো আবারো শীর্ষে জয়পুরহাট জেলা।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বোর্ডের সার্বিক ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, রাজশাহী বিভাগের ৮ টি জেলার মধ্যে ৯৪ দশমিক / ৯৭ শতাংশ পাশের হারে শীর্ষে রয়েছে রাজশাহীর বিভাগের জয়পুরহাট জেলা। এ জেলার মোট পরীক্ষার্থী ছিলো ৯ হাজার ৩২৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৮ শত ৫৫ জন।
এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪ শত ৯১ জন। ৯৪ দশমিক ১৪ শতাংশ ছাত্র এবং ৯৫ দশমিক ৮২ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে এ জেলায়। ৯২ দশমিক ১২ শতাংশ পাসের হার নিয়ে গত বছরও বোর্ড সেরা ছিলো বলে জয়পুরহাট জেলা শিক্ষা অফিস জানান।