কৃষক ধান উৎপাদন করে মূল্যের পরিবর্তে এখন শাস্তি পাচ্ছে বলে মন্তব্য করেছেন ড. কামাল হোসেন।
বুধবার (২২ মে) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে গণফোরাম আয়োজিত ‘কৃষক জনতা এক হও, সরকার হটাও-দেশ বাঁচাও’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থার জন্য সরকার দায়ী। ধান উৎপাদনের জন্য কৃষককে এমন শাস্তি পেতে হবে এটা অকল্পনীয়। ধান চাষ করে মূল্য না পেয়ে কৃষক তার ধান মাঠেই পুড়িয়ে ফেলছে। এই অবস্থা শুধু কৃষিক্ষেত্রে নয়, দেশের সব ক্ষেত্রে।
ড. কামাল হোসেন বলেন, সরকারে কোনো কৃষিজীবী নেই। তাই কৃষি বিষয়ে তারা যেসব কথা বলেন তা নিজেরাই মানেন না এবং করেন না। বর্তমান সরকারকে ‘অনির্বাচিত’ দাবি করে জাতীয় ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা বলেন, এ জন্যই এ সরকারকে বহন করার মূল্য সমগ্র দেশবাসীকে দিতে হচ্ছে।
ড. কামাল হোসেন আরো বলেন, সংবিধান লঙ্ঘন করে দুইবার নির্বাচন করেছে সরকার। এখন তারা বলছে তৃতীয়বার নির্বাচিত হয়েছে। তার মানে তারা যে আগামী পাঁচবছর ক্ষমতায় থাকছে তাও বলে দিচ্ছে। এটা দেশবাসীর প্রতি চরম অবজ্ঞা।
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।