উল্লাপাড়ায় ১শ ২০ নারীকে স্বাবলম্বী করতে দেওয়া হচ্ছে সেলাই প্রশিক্ষণ
সাহারুল হক সাচ্চু
সিরাজগেঞ্জর উল্লাপাড়ায় আশ্রয়ন প্রকল্পে বসতি ১শ ২০ জন নারীকে আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উপজেলা পরিষদের আয়োজনে এডিপি’র অর্থায়নে দু’টি আশ্রয়ন প্রকল্পে এ কর্মসূচী নেওয়া হয়েছে।
উপজেলা সমবায় বিভাগ এর বাস্তবায়ন করছে। উল্লাপাড়া পৌর এলাকার এনায়েতপুর আশ্রয়ন প্রকল্পে ৩টি গ্র“পে (ব্যাচে) ৯০ জন নারীকে ১৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভূইয়া, সমবায় অফিসার মারুফ হোসেন প্রমুখ।
একই প্রকল্পে বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ আশ্রয়ন প্রকল্পের বসতি ৩০ নারীকে সেলাই প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় আনা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান বলেন, আশ্রয়ণ প্রকল্পের বসতি গরিব নারীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হতে এ প্রশিক্ষণ কর্মসূচী নেওয়া হয়েছে। এর বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি এবং দারিদ্রতার হার আরোও কমে আসবে।