নড়াইলে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন
নড়াইল প্রতিনিধি
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নড়াইলে চলমান খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের আওতায় বোরো ধান ক্রয় শুরু হয়েছে। রোববার (২৬ মে) বেলা সাড়ে ১০টায় সদর খাদ্যগুদামে কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। নড়াইল জেলার ৫টি ক্রয় কেন্দ্রের মাধ্যমে ১৪শ’ ৫৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রকৃত কৃষকের নিকট থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে বোরো ধান ক্রয় করা হচ্ছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো শরফুদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনতোষ মজুমদার, নড়াইল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ও এফবিবিসিআই এর পরিচালক মো. হাসানুজ্জামান, সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৈয়বুর রহমান প্রমূখ।