আত্মীয় পরিচয়ে বাড়িতে ঢুকে রাত্রিযাপন অত:পর চতুর্থ শ্রেনীর ছাত্র আপহরন
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আত্বীয় পরিচয়ে বাড়ীতে উঠে রিয়াদ হোসেন নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিশু অপহরনের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রামে।
পরিবারের দাবী দুঃসম্পর্কের আত্মীয়কালীগঞ্জ উপজেলার বগেরগাছী গ্রামের স্বপন আলী মুন্না শনিবার শিশুটিকে অপহরণ করে নিয়ে গেছে। ওই গ্রামের ফারুক হোসেনের পুত্র শিশু রিয়াদ বগেরগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র।
অপহরনের ঘটনায় কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের হয়েছে। অপহৃত শিশুর পরিবার ও রাখালগাছী ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু জনান, অপহরনকারী বগেরগাছী গ্রামের শুকুর আলীর ছেলে মুন্না দীর্ঘদিন গ্রাম ছেড়ে বাহিরে ছিল। গত শুক্রবার সে গ্রামে এসে আত্বীয়তার সুত্র ধরে শিশু রিয়াদদের বাড়িতে উঠে রাত্রিযাপন করে।
পরদিন শনিবার সকালে শিশুটির অসুস্থ মায়ের নাস্তা আনতে অপহরনকারী মুন্না শিশু রিয়াদকে নিয়ে বাজারে যায়। এরপর থেকেই শিশুটি নিখোঁজ রয়েছে। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও শিশুটি ও অপহরনকারী মুন্নার কোন খোঁজ পায়নি।
গ্রামবাসির ধারনা মুন্না শিশুটিকে অপহরনের জন্য পরিকল্পিত ভাবে রিয়াদদের বাসায় এসেছিল। শনিবার সকাল থেকে এ পর্যন্ত তাদের কোন সন্ধান মিলাতে পারেনি বা মোবাইল ফোনে চদোর দাবি ও করা হয়নি। কি কারণে তাকে অপহরণ করলো বিষয়টি মিলাতে পারছে না কেউ। আবার মুন্না গ্রাম ছেড়ে দীর্ঘদিন বাইরে ছিল হঠাত করে সে গ্রামের ফারুক হোসেনের বাড়িতে এল আর তারা তাকে প্রশয় দিল কেন এমন প্রশ্ন উঠছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী জানান, শিশু অপহরনের ঘটনায় থানাতে একটি অভিযোগ পেয়েছেন।
পুলিশ তদন্ত করছে। অপহরনকারীদের গ্রেফতার ও শিশুটিকে দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।