সমুদ্র পাড়ি দিতে টাকা খরচ না করে দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমুদ্র পাড়ি দিতে টাকা খরচ না করে দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে টোকিওতে প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, দেশেই এখন কর্মসংস্থানের অনেক সুযোগ রয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গঠনে জাপান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকা অ্যাবে।
সেখানে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমাসহ দূতাবাস কর্মকর্তা। চারদিনের এই সফরে এবার বেশ কিছু চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ও জাপানের মধ্যে। এ সফরে বুধবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।