কারো ইনজুরিই আশঙ্কাজনক নয়, বললেন সুজন
তামিম-সাইফুদ্দিন, রিয়াদ কিংবা মাশরাফি। কারো ইনজুরিই আশঙ্কাজনক নয়। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগেই সবাই পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠবেন। সময় সংবাদকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
তিনি বলেন, নেটে ব্যাটিং করতে গিয়ে ব্যথা পেলে আসলে কিছু করার নেই। আমি বিশ্বাস করি এটা তেমন সিরিয়াস কিছু না। এক্সরে করলে আমরা বিস্তারিত জানতে পারব। একদিন পরেই আমাদের খেলা, আমি বিশ্বাস করি এই সময়ে সবাই ফিট থাকবেন। আমরা সেরা ১১ জনকে নির্বাচন করতে পারব।
বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশ দলের ওপেনার কতটা ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে বলতে গিয়ে সুজন বলেন, আমি মনে করি দলের সকল অভিজ্ঞ খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ। ইয়াংরাও ফর্মে রয়েছে। তামিম, মুশফিক, সাকিব, মাশরাফিদের মাঠে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি বিশ্বকাপে তাদের অভিজ্ঞতাটা খুব কাজে লাগবে। আমি বিশ্বাস করি লিগ পর্যায়ের ৯টি ম্যাচেই তাদের পাব।
মাশরাফি ও সাইফুদ্দিনের ইনজুরির প্রসঙ্গে তিনি বলেন, মাশরাফির একটা পুরনো ব্যথা ছিল। আমি মনে করি সেটা ঠিক হয়ে যাবে। অন্যদিকে সাইফুদ্দিনের একটা ব্যাক পেইন ছিল। আশা করছি আজ রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে।