উল্লাপাড়ায় মহাসড়কে কোচ-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত নয়জন
সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রোববার দুপুর পোনে একটার দিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের বোয়ালিয়ায় কোচ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থানেই লেগুনা চালকসহ নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে চারজন।
ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস কোচ (ঢাকা মেট্টো-ব ১৪-৭৮৩৭) ও হাটিকুমরুলগামী লেগুনা (রাজ মেট্টো- ছ ১১-০২৪১) মুখোমুখি সংঘর্ষটি ঘটে। নিহতরা সবাই লেগুনার যাত্রী। নিহতদের তিনজন উল্লাপাড়ার কয়ড়া কৃষ্টপুর গ্রামের ও ২জন বজ্রাপুর গ্রামের বাসিন্দা। বাকি চারজন উল্লাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ সুত্রে জানা যায় নিহতরা হলো- উল্লাপাড়া উপজেলার কয়ড়া কৃষ্টপুর গ্রামের নুরুল ইসলাম (৪৫) পিতা- রেজাউল করিম, জুলমত জয়েন (৪৫) পিতা- জয়নাল আবেদীন, ফজলুল হক (৩৫) পিতা- ছোরহাব আলী, তারাবাড়িয়া গ্রামের আব্দুল বারী (৪৫) পিতা- আব্দুর রশিদ, বজ্রাপুর গ্রামের শেখ আলী (৫৫) পিতা- আবু হানিফ, আবু সিদ্দিক (৩৮) পিতা- আবু হানিফ, ফেউকান্দি গ্রামের আব্দুল মান্নান (৫০) পিতা- আব্দুল গফুর, চড়িয়া উত্তরপাড়ার আব্দুল গফুর (৪৯) পিতা- আযা ও লেগুনা চালক পাগলা উত্তরপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে রেজাউল করিম (৩২)।
জানা যায় লেগুনা চালক রেজাউল স্থানীয় সরকারি কলেজে বি.এ লেখাপড়ার পাশাপাশি সিএনজি ড্রাইভারী করতো। এ রিপোর্ট লেখাকাল অবধি বিকেল সাড়ে চারটা নাগাদ হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।