সড়ক দূর্ঘটনায় কুড়িগ্রামের ৪জন নিহতঃ আহত-২০জন
কুড়িগ্রাম প্রতিনিধি
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজারের স্মৃতিসৌধ এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে লেগুনা (পিকআপ) নিয়ন্ত্রণ হারিয়ে ৪জন নিহত এবং অত্যন্ত ২০ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বিআরটিসি বাসে করে এসে ভোরে যাত্রীরা রংপুরে নেমে পড়ে। সকাল সাড়ে ৬ টার দিকে প্রায় ২০/২৫জন যাত্রী লেগুনা ভাড়া কুড়িগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় লেগুনাটি লালমনিরহাট জেলার সদর উপজেলার বড়বাড়ি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে স্মৃতিসৌধের প্রাচীরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক ও একজন যাত্রী নিহত হয়। আহতদের কুড়িগ্রাম ও লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে আরো ২জন মারা যায়। আহতদের লালমনিরহাট, কুড়িগ্রাম হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
কুড়িগ্রাম সদর হাসপাতালে নিহত আব্দুল আজিজ নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অপর নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ শক্তি শংকর চক্রবর্তি জানান, সড়ক দুর্ঘটনায় প্রায় ২০/২২জন আহত রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় গ্রামের আব্দুল আজিজ নামে একজন মারা গেছে। গুরুত্বর রোগীদের রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।
সদর থানার অফিসার্স ইনচার্জ মাহফুজার রহমান বড়বাড়ির সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কোন ম্যাসেজ আসেনি বলে জানান তিনি।