ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু- আহত হয়েছেন অন্তত ১৮ জন।
ফরিদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ জন। এছাড়া লালমনিরহাট, নরসিংদী, সাভার ও ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় আরো ১০ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। এদিকে, গতকাল সিরাজগঞ্জে দুর্ঘটনায় আহতদের আরো ৩ জন মারা গেছেন।
ঈদ আনন্দের মধ্যেই ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৬ জনের। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করা আর হলো না তাদের।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার (০৫ জুন) সকালে ঢাকা থেকে খুলনা যাচ্ছিল একে ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস। ফরিদপুরের ধুলদী এলাকায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস, আহত ২০ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়।
লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি স্মৃতিসৌধ এলাকায় যাত্রীবাহী একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি প্রাচীরের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহত ১৪ জনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়।
নরসিংদী: দুপুরে তিশা পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। এটি নরসিংদীর মাধবদী উপজেলার ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। আহত ১১ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে সকালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুই আরোহী নিহত হন। আহত হন আরো একজন।
এছাড়া সাভারের ইপিজেড এলাকায় ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন ২ পুলিশ সদস্যসহ ৩ জন। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।