মাশরাফিও অসন্তুষ্ট নিজের পারফরম্যান্সে
ইংলিশদের বিপক্ষে মূলত সুবিধা করতে পারেননি বোলাররা। তাই ৩৮৭ রানের বিশাল টার্গেটের সামনে ব্যাটারদের তেমন কিছু করার ছিল না। যেহেতু দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি পেস আক্রমণের নেতৃত্বও মাশরাফির কাঁধে তাই বোলারদের খারাপ পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই সমালোচিত হচ্ছেন ম্যাশ।
দেশি বিদেশি ক্রিকেট বিশ্লেষকদের অনেকে এমন কথাও তুলেছেন, পারফরম্যান্স বিবেচনায় মাশরাফির দল থেকে বাদ পড়া উচিৎ। তবে বিশ্লেষকদের কথায় না গেলেও মাশরাফির বোলিংয়ে যে ধার পাওয়া যাচ্ছে না। সঙ্গে ব্যাটেও নেই সেই মারকুটে মেজাজ।
নিজেদের সবশেষ দুই ম্যাচে যে ভুলত্রুটিগুলো সামনে এসেছে মাশরাফি সেসব নিয়ে কাঁটাছেড়ার আগে অসন্তোষ প্রকাশ করেছেন নিজের পারফরম্যান্স নিয়েই।
মঙ্গলবার (১১ জুন) বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঐ ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমি আমার কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স প্রত্যাশা করি। নিজের পারফরম্যান্সেও আমি সন্তুষ্ট নই। মানুষের কথ বলার থেকে আমি তাই নিজেই নিজেকে বেশি প্রশ্ন করছি।’
বাংলাদেশ দলের রাজসিক উন্নতির অন্যতম মূল কারিগর তিনি। তবে বিশ্বকাপে ভালো করতে পারছেন না বলে বিদেশি অনেক ক্রিকেট বিশ্লেষক মাশরাফির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন। মাশরাফি এই বিষয়কে স্বাভাবিকভাবেই দেখছেন।
এ বিষয়ে মাশরাফির বক্তব্য, ‘পারফর্ম করতে না পারলে কথা শুনতে হবেই। প্রথম দুই ম্যাচে উইকেট অনুযায়ী স্পিনাররা ভালো বোলিং করেছে। ঐ দুই ম্যাচে তাই পুরো দশ ওভার বোলিং করিনি। শেষ ম্যাচে দশ ওভার বল করার দরকার ছিল- করেছি।’
‘নিশ্চয়তা দিয়ে তো আর কেউ ভালো খেলতে পারবে না। সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব বেশি। সবাই সেটা জানে। কিন্তু ভালো খেলার কথা আগে থেকে বলা যায় না।’