২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে নিম্নবিত্ত ও বিকাশমান মধ্যবিত্তের জন্য তেমন কোনো সুখবর নেই
২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে নিম্নবিত্ত ও বিকাশমান মধ্যবিত্তের জন্য তেমন কোনো সুখবর নেই বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। যা কিছু সুবিধা দেয়া হয়েছে তা স্বচ্ছল ও উচ্চবিত্তের জন্য। শুক্রবার (১৪ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সংস্থাটির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক খাতের বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বাজেটে নারী, শিশুদের জন্য বরাদ্দের চলমান উদ্যোগকে সাধুবাদ জানালেও শক্তিশালী অর্থনীতি গঠনের পথে জিডিপির তুলনায় এসব খাতের বরাদ্দ খুবই কম বলে মনে করে সিপিডি। এমনকি এসব খাতে এই বরাদ্দ দিয়ে শক্তিশালী অর্থনীতি ভিত গড়া সম্ভব নয় বলেও মন্তব্য তাদের।
এসময়, গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণে মূল্যনীতি ঠিক না করে এই খাতের ভর্তুকির সমালোচনা করা হয়। ব্যাংক, পুঁজিবাজারসহ আর্থিক খাতের সংস্কারে তেমন কোন উদ্যোগ নেয়া হয়নি এবারের বাজেটে। আয় ও ভোগ বৈষম্য কমানোরও তেমন কোনো পদক্ষেপ নেয়নি সরকার।
কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হলেও সে বিষয়ে স্পষ্ট কোনো কর্মপরিকল্পনা না থাকারও সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে। রাজস্ব আয় বাড়াতে আলোচিত ভ্যাট আইন কার্যকর করা হলেও তা বাস্তবায়ন খুব সহজ হবে না বলে মনে করে সংস্থাটি।