নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতীতে ভোট গ্রহণ
নোয়াখালী প্রতিনিধি :
প্রথমবারের মতো ইভিএম পদ্ধতীতে সকাল ৯টা থেকে নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। তবে যেসব ভোটার নিজেদের ভোট প্রদান করেছেন তারা কোনো প্রতিবন্ধকতা ছাড়াই সহজে ভোট প্রদান করেছেন বলে জানান।
নির্বাচন সুষ্ঠু ও অবাধের লক্ষ্যে ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিট্রেট মাঠে কাজ করছে। এছাড়া ৬শত পুলিশের পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি, পর্যাপ্ত সংখ্যক আনসার ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছে।
উপজেলা চেয়ারম্যান পদে ইতোমধ্যে নৌকা প্রতীকের প্রার্থী একেএম সামছুদ্দিন জেহান বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হওয়ায় শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেই ভোট গ্রহণ চলছে ।
উপজেলার একটি পৌরসভা, ১৩ টি ইউনিয়নে ৩ লক্ষ ৭৪ হাজার ৮০১জন ভোটারের জন্য ১৩১টি ভোট কেন্দ্রের ৯৬৩ টি বুথে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে।