চাঁপাইনবাবগঞ্জে মনিরুল হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম হত্যা মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী এ আদেশ দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ২৪ অক্টোবর মনিরুল ইসলামকে, বাড়ি থেকে ডেকে নিয়ে যান সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের তৎকালীন সভাপতি আখেরুল ইসলাম ও তার সহযোগীরা।
পরে শিবগঞ্জ স্টেডিয়ামের কাছে তাকে গুলি করে হত্যা করা হয়। পরদিন মনিরুলের স্ত্রী বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। বলা হয়, সংগঠনের টাকা ভাগাভাগির জেরে হত্যাকাণ্ড চালানো হয়। ২০১৫ সালের ১৫ জুন মামলায় চার্জশিট দেয় পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আজ মামলার রায় দেন আদালত। দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি আখেরুল ইসলামসহ ৮ জন আসামি আদালতে উপস্থিত থাকলেও পলাতক রয়েছে ৩ জন। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫ জনকে খালাস দিয়েছেন আদালত।
চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা বলেন, পরিকল্পনাকারীসহ মোট ১৫ জন তাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করে। এ মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আমরা এ রায়ে সন্তুষ্ট।