কোনো বিভাগেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে না - ‘বিদ্যুৎ নিয়ে গুজবের বিষয়ে সবাই সতর্ক থাকুন’
গ্যাস ও কয়লা ভিত্তিক বড় প্রকল্পগুলো চালু করা হলেই, তেলচালিত কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার (২৪ জুলাই) দুপুরে বিদ্যুৎ ভবনে একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।
এসময়, বিদ্যুৎ নিয়ে গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ সচিব।
এসময় বিদ্যুৎ বিভাগের সচিব য. আহমেদ কায়কাউস বলেন, একটা গুজবের সংবাদ পাচ্ছি বিদ্যুৎ থাকবে না। এই সময়ে তারা ছেলেধরা বা গলাকাটা বলে তারা আসবে। আমি দেশবাসীকে জানাতে চাই সারা দেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে। কোনো বিভাগেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে না।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আশা করছি এই বছরের শেষ নাগাদ অর্থাৎ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন হবে।