দেশের সমস্ত রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে
ঝিনাইদহে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
আগামী ডিসেম্বরের ভিতর সারাদেশের রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার ঝিনাইদহের হরিণাকুন্ডু, মহেশপুর ও শৈলকুপা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান, শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু আমাদের চেতনা জমা দেয়নি, এই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় থাকবে, রাজাকার আলবদর চেতনায় এদেশ চলতে পারেনা। দেশের সমস্ত রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে।
তিনি আরো বলেন, জয় বাংলা মুক্তিযুদ্ধের শ্লোগান, অনেকে বলেন এটা আওয়ামীলীগের শ্লোগান। আমি তার তীব্র প্রতিবাদ জানাই।