রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
পরিবারের অভিযোগ দুই মাস থেকে এই দ্বন্দ্ব চলছিল নিহত রিফাত ও অভিযুক্তদের মধ্যে। হত্যার ঘটনায় এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
পরিবার জানায়, অভিযুক্ত নাসিম, মোহসিন, রাকিব এবং নিহত রিফাত সবাই বন্ধু। সম্প্রতি অভিযুক্তরা রিফাতকে 'জুনিয়র' আখ্যা দিয়ে তাদের 'বড় ভাই' ডাকতে বলে। এতে অস্বীকৃতি জানায় রিফাত। আর এখান থেকেই শুরু হয় দ্বন্দ্বের। বিভিন্ন সময় হাতাহাতিও হয়েছে দুই গ্রুপের মধ্যে। এরই জের ধরে গতকাল রোববার দুপুর ২টার দিকে মোহসিন, নাসিম ও রাকিব ফোন করে রিফাতকে ডেকে নেয় শেখদি ৫ নম্বর গলিতে। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে রিফাতকে ছুরি দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায় তারা।
রক্তাক্ত হয়ে রিফাত মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে মারা যায় সে।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
ডিএমপির যাত্রাবাড়ী থানার পরিদর্শক নির্মল কুমার দাস বলেন, মহসিন, রাকিব ও নাসিম রিফাতকে ধরে কুপিয়ে হত্যা করে।
প্রধান অভিযুক্তদের আটকে অভিযান শুরু হয়েছে বলে জানায় যাত্রাবাড়ী থানা পুলিশ।